ব্যবসায়ী বাবার মৃত্যুতে হাসিবুরকে ব্যবসায়ী বাবার । অপহরণের পরিকল্পনায় তাঁদেরই গাড়িচালক ব্যবসায়ী বাবার ব্যবসায়ী বাবার ।
01-26-24
বড় অঙ্কের টাকা আত্মসাৎ 600 |
করতেই বিশ্ববিদ্যালয়ছাত্র হাসিবুর রহমান |
ওরফে হিমেলকে অপহরণের ফাঁদ |
পেতেছিলেন তাঁদেরই গাড়িচালক ছামিদুল |
ইসলামসহ অন্যরা। গত মঙ্গলবার |
রাতে অপহরণকারীদের গ্রেপ্তার করে |
তাঁদের তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের |
তাহিরপুর থেকে হাসিবুর রহমানকে |
উদ্ধার করে র্যাব। তাঁদের |
কাছ থেকে একটি বিদেশি |
পিস্তল, দুটি ওয়াকিটকি ও |
দুটি গুলি জব্দ করা |
হয়েছে। র্যাব বলেছে, প্রাথমিক |
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপহরণের |
সঙ্গে জড়িত থাকার কথা |
স্বীকার করেছেন। র্যাবের হাতে গ্রেপ্তার |
৫ অপহরণকারী হলেন মূল |
পরিকল্পনাকারী আবদুল মালেক (৩৫), |
পরিকল্পনাকারী ছামিদুল ইসলাম (৩০) |
এবং তাঁদের সহযোগী রনি |
নাবাল (৪১), রাসেল মিয়া |
(৩৪) ও বিল্লাল হোসেন |
(২৪)। গত ২৬ ডিসেম্বর সকাল |
সাড়ে নয়টার দিকে ব্যক্তিগত |
গাড়ি নিয়ে ঢাকার উত্তরা |
থেকে শেরপুরের উদ্দেশ্যে বেরিয়ে |
নিখোঁজ হন বিশ্ববিদ্যালয়ছাত্র হাসিবুর। |
পরে অপহরণকারীরা তাঁর মায়ের |
কাছে মুক্তিপণ দাবি করেছিলেন। |
র্যাব ওই ঘটনায় গত |
মঙ্গলবার রাতে সুনামগঞ্জের তাহেরপুর |
থেকে হাসিবুরকে উদ্ধার করে। |
র্যাব ও পুলিশ মিলে |
অপহরণে জড়িত মোট নয়জনকে |
গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে |
রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের |
মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ |
সম্মেলনে এসব তথ্য জানায় |
র্যাব। এতে র্যাবের আইন |
ও গণমাধ্যম শাখার পরিচালক |
কমান্ডার খন্দকার আল মঈন |
বলেন, হাসিবুরের বাবা ব্যাটারি |
বিক্রির ব্যবসা পরিচালনা করতেন। |
হাসিবুর রাজধানীর উত্তরার একটি |
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগে |
চতুর্থ বর্ষে পড়েন। তাঁর |
বাবা চার মাস আগে |
মারা যান। এরপর হাসিবুর |
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তাঁর |
বাবার ব্যবসা পরিচালনা করতেন। হাসিবুরদের |
বাসায় চার বছর ধরে |
ছামিদুল গাড়িচালক হিসেবে চাকরি |
করায় পরিবারের সঙ্গে তাঁর |
সুসম্পর্ক তৈরি হয় এবং |
তাঁদের পারিবারের আর্থিক ও |
সম্পত্তিসংক্রান্ত বিভিন্ন তথ্য জানতেন |
ছামিদুল। গত ১৬ ডিসেম্বর |
ছামিদুল ও তাঁর ঘনিষ্ঠ |
মালেকের নেতৃত্বে অন্যদের সঙ্গে |
উত্তরার একটি জায়গায় বৈঠক |
হয়। সেখানে সিদ্ধান্ত হয়, |
মালেক ও ছামিদুল হাসিবুরকে |
অপহরণ করে তাঁর পরিবারের |
কাছ থেকে বড় অঙ্কের |
মুক্তিপণ আদায় করবেন। বিষয়টি |
তাঁদের অন্যান্য সহযোগীকে জানিয়ে |
দেওয়া হয়। পরিকল্পনার অংশ |
হিসেবে ছামিদুল হাসিবুরকে শেরপুরের |
বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাটারি বিক্রির |
সম্ভাবনার কথা জানিয়ে তাঁকে |
শেরপুরে যেতে আগ্রহী করেন।